একবার স্বামী রামতীর্থ জাহাজে করে জাপান থেকে আমেরিকা যাচ্ছিলেন। জাহাজ যখন সান্ ফ্রান্সিসকো বন্দরে এল, সবাই জাহাজ থেকে নামতে শুরু করল। কিন্তু স্বামীজি নিশ্চিন্ত মনে জাহাজের ডেকে পায়চারী করতে লাগলেন।
তখন এক আমেরিকান এসে উনাকে পায়চারি করতে দেখে জিজ্ঞাস করলেন- "মহাশয়! আপনার মালপত্র কোথায়?"
স্বামীজি উত্তর দিলেন, - "আমার কোন মালপত্র নেয়। যা আছে আমার শরীরে রয়েছে।"
আমেরিকান ভদ্রলোক বললেন - "আপনার কি টাকা পয়সাও নেই?"
জবাবে স্বামীজি বলেন- "না!"
আমেরিকান ভদ্রলোক প্রশ্ন করলেন- "তাহলে আপনার জীবন চলে কিভাবে?"
স্বামীজি বললেন - " সকলের সাথে প্রেমপূর্বক ব্যবহার করাটাই হচ্ছে আমার জীবন। আমার যখন পিপাসা লাগে, আমি জল পেয়ে যাই। আমার যখন ক্ষুধা লাগে, তখন কেউ না কেউ আমাকে রুটির টুকরা দিয়ে যায়। "
তখন আমেরিকান প্রশ্ন করল- " আমেরিকায় আপনার কোন বন্ধু আছে?"
স্বামী রামতীর্থ বললেন- " হ্যাঁ! থাকবেনা কেন? নিশ্চয় আছে। এক আমেরিকান আমার বন্ধু। "
এই বলে স্বামীজি সেই আমেরিকানের কাঁধে হাত রেখে বললেন- "আমার সেই বন্ধু হচ্ছে এ! "
স্বামীজির এই আত্মীয়পূর্ণ স্পর্শ আমেরিকান কে জাদুর মত প্রভাব বিস্তার করল। তার মনে হল স্বামীজি তার অনেক দিনের বন্ধু। তার সাথে স্বামীজির অনেক দিনের মিত্রতা রয়েছে।
এর পর থেকে স্বামীজি যতবার সান্ ফ্রান্সিসকো এসেছেন তিনি সেই আমেরিকান ভদ্রলোকের বাড়িতে অথিতি হিসেবে ছিলেন।
স্বামী রামতীর্থের জীবনী পড়তে পড়তে চাণক্যের কথা মনে পরে গেল।
চাণক্য বলেছিলেন, "মিত্র সংগ্রহ দ্বারা শক্তি বৃদ্ধি প্রাপ্ত হয়।"
যে ব্যক্তির বেশী বন্ধু থাকে, আর যার যত বেশী বন্ধু থাকে..... তিনি তত সফল।
বন্ধু বানানো হল একটা শিল্প। সবাই তা পারে না। কিন্তু এই দক্ষতা যাদের আছে, তারাই একমাত্র সফল হতে পারে।
এই পৃথিবীতে যত সফল ব্যক্তি আছেন, তাদের সকলের এই শিল্পে দক্ষতা রয়েছে।
ঠিক যেমন আজকালকার কর্পোরেট দুনিয়ার মত।
কর্পোরেট জগতে বন্ধু মানে হল ব্যবসায়ীক সহযোগী। সঠিক সহযোগী থাকে আজ ব্যবসায়েও সফল হওয়া সহজ।
তবে বন্ধুত্বের মাঝে থাকতে হবে, আন্তরিকতা, শ্রদ্ধা, ভালবাসা আর বিশ্বাস। এসবের ঘাটতি হলে সেখানে আর বন্ধুত্ব থাকে না।
#বন্ধুত্ব_জয়তু
তখন এক আমেরিকান এসে উনাকে পায়চারি করতে দেখে জিজ্ঞাস করলেন- "মহাশয়! আপনার মালপত্র কোথায়?"
স্বামীজি উত্তর দিলেন, - "আমার কোন মালপত্র নেয়। যা আছে আমার শরীরে রয়েছে।"
আমেরিকান ভদ্রলোক বললেন - "আপনার কি টাকা পয়সাও নেই?"
জবাবে স্বামীজি বলেন- "না!"
আমেরিকান ভদ্রলোক প্রশ্ন করলেন- "তাহলে আপনার জীবন চলে কিভাবে?"
স্বামীজি বললেন - " সকলের সাথে প্রেমপূর্বক ব্যবহার করাটাই হচ্ছে আমার জীবন। আমার যখন পিপাসা লাগে, আমি জল পেয়ে যাই। আমার যখন ক্ষুধা লাগে, তখন কেউ না কেউ আমাকে রুটির টুকরা দিয়ে যায়। "
তখন আমেরিকান প্রশ্ন করল- " আমেরিকায় আপনার কোন বন্ধু আছে?"
স্বামী রামতীর্থ বললেন- " হ্যাঁ! থাকবেনা কেন? নিশ্চয় আছে। এক আমেরিকান আমার বন্ধু। "
এই বলে স্বামীজি সেই আমেরিকানের কাঁধে হাত রেখে বললেন- "আমার সেই বন্ধু হচ্ছে এ! "
স্বামীজির এই আত্মীয়পূর্ণ স্পর্শ আমেরিকান কে জাদুর মত প্রভাব বিস্তার করল। তার মনে হল স্বামীজি তার অনেক দিনের বন্ধু। তার সাথে স্বামীজির অনেক দিনের মিত্রতা রয়েছে।
এর পর থেকে স্বামীজি যতবার সান্ ফ্রান্সিসকো এসেছেন তিনি সেই আমেরিকান ভদ্রলোকের বাড়িতে অথিতি হিসেবে ছিলেন।
স্বামী রামতীর্থের জীবনী পড়তে পড়তে চাণক্যের কথা মনে পরে গেল।
চাণক্য বলেছিলেন, "মিত্র সংগ্রহ দ্বারা শক্তি বৃদ্ধি প্রাপ্ত হয়।"
যে ব্যক্তির বেশী বন্ধু থাকে, আর যার যত বেশী বন্ধু থাকে..... তিনি তত সফল।
বন্ধু বানানো হল একটা শিল্প। সবাই তা পারে না। কিন্তু এই দক্ষতা যাদের আছে, তারাই একমাত্র সফল হতে পারে।
এই পৃথিবীতে যত সফল ব্যক্তি আছেন, তাদের সকলের এই শিল্পে দক্ষতা রয়েছে।
ঠিক যেমন আজকালকার কর্পোরেট দুনিয়ার মত।
কর্পোরেট জগতে বন্ধু মানে হল ব্যবসায়ীক সহযোগী। সঠিক সহযোগী থাকে আজ ব্যবসায়েও সফল হওয়া সহজ।
তবে বন্ধুত্বের মাঝে থাকতে হবে, আন্তরিকতা, শ্রদ্ধা, ভালবাসা আর বিশ্বাস। এসবের ঘাটতি হলে সেখানে আর বন্ধুত্ব থাকে না।
#বন্ধুত্ব_জয়তু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন