জাফর ইকবালের উপর হামলার নিউজ শুনে হঠাৎ আমার দাদুর কথা মনে পড়ে গেল।
আমাদের বাড়ীতে আমাদের জন্মের অনেক আগে আমার দাদু একটা আম গাছ লাগিয়ে ছিলেন।
দাদু আজ নেয় অনেক, কিন্তু দাদুর সেই লাগানো সেই গাছ এখনো আছে।
প্রতি বছর আমরা সেই গাছের ফল খাচ্ছি। কিন্তু দূঃখের বিষয় যে, আম গাছটার ফল খুব টক।
তারপরও আমাদের খেতে হচ্ছে। কারন দাদুর হাতে লাগানো গাছ। গাছটা যখন বড় হয়ে গেছে।
অনেক ফল দিচ্ছে। কারো করো আবার টক ফলটা ভাল লাগছে। তাই কাটতে গেলে বাধার মুখোমুখী হতে হচ্ছে।
আমাদের বাড়ীতে আমাদের জন্মের অনেক আগে আমার দাদু একটা আম গাছ লাগিয়ে ছিলেন।
দাদু আজ নেয় অনেক, কিন্তু দাদুর সেই লাগানো সেই গাছ এখনো আছে।
প্রতি বছর আমরা সেই গাছের ফল খাচ্ছি। কিন্তু দূঃখের বিষয় যে, আম গাছটার ফল খুব টক।
তারপরও আমাদের খেতে হচ্ছে। কারন দাদুর হাতে লাগানো গাছ। গাছটা যখন বড় হয়ে গেছে।
অনেক ফল দিচ্ছে। কারো করো আবার টক ফলটা ভাল লাগছে। তাই কাটতে গেলে বাধার মুখোমুখী হতে হচ্ছে।
ঠিক আমার দাদুর মত আওয়ামী লীগও আপোষ, আত্মসমর্পন আর বিসর্জনের মধ্যদিয়ে
যে সাম্প্রদায়ীকতার ও জঙ্গী উত্তানের গাছ লাগাচ্ছে তার ফল হয়তোবা আমাদেরকে
বা আমাদের পরের প্রজন্মকে খেতে হবে।
এত কিছুর পরও আওয়ামী লীগ নামক দলটি নিজে বিপদমুক্ত হয়নি, দলটি যাদের দ্বারা উপকৃত তাদেরকে বিপদমুক্ত করতে পারেনি।
প্রতিরোধক-প্রতিষেধক না নিয়ে উল্টো জঙ্গীবাদের হাতে নিজেকে সমর্পনের ফল মাথা পেতে, ঘাড় পেতে আর হাত পেতে নিচ্ছি। কেউ রেহাই পাবে না এই ফল থেকে।
প্রজাদের জন্য রাজার নিজ হাতে লাগানো গাছের ফল, না খেয়ে থাকা যায়?
তবে যদি রাজা চায় তাহলে তার পাইক-পেয়াদা দিয়ে গাছটি উপড়ে ফেলে দিতে পারে। আমাদের ভাল রাখতে পারে।
ঐ যে বললাম , রাজা যদি চায়!!!
এত কিছুর পরও আওয়ামী লীগ নামক দলটি নিজে বিপদমুক্ত হয়নি, দলটি যাদের দ্বারা উপকৃত তাদেরকে বিপদমুক্ত করতে পারেনি।
প্রতিরোধক-প্রতিষেধক না নিয়ে উল্টো জঙ্গীবাদের হাতে নিজেকে সমর্পনের ফল মাথা পেতে, ঘাড় পেতে আর হাত পেতে নিচ্ছি। কেউ রেহাই পাবে না এই ফল থেকে।
প্রজাদের জন্য রাজার নিজ হাতে লাগানো গাছের ফল, না খেয়ে থাকা যায়?
তবে যদি রাজা চায় তাহলে তার পাইক-পেয়াদা দিয়ে গাছটি উপড়ে ফেলে দিতে পারে। আমাদের ভাল রাখতে পারে।
ঐ যে বললাম , রাজা যদি চায়!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন