মঙ্গলবার, ১২ জুন, ২০১৮

আমার ভাবনা ও আমাদের চারপাশের মানুষ

আমাদের চারপাশে আমরা বিভিন্ন ধরনের মানুষ দেখতে পাই। কেউ ভাল, কেউবা মন্দ। কোন মানুষ শতভাগ ভাল হতে পারে না। কিন্তু তার মাঝে যদি ভালোর অধিক্যতা থাকে, তখন তাকে আমরা ভাল বলে থাকি। একজন অন্যায়কারী বা মন্দ ব্যাক্তিকে কখনো ভাল বলিনা বা বলতে পারিনা। কিন্তু আমাদের সমাজে যারা ভাল ব্যাক্তি আছেন। তাদের মধ্যেও বিভিন্ন ক্যাটাগরি রয়েছে।
কিছু কিছু ব্যাক্তি আছে তারা অন্যায় করে না। এমনকি তারা অন্যায়কে সর্মথন করেনা। অন্যায়ের প্রতিবাদ করে।
আবার কিছু কিছু মানষ আছে যারা অন্যায় দেখে চুপচাপ থাকে। তিনি মনে করে আমি কেন উঠকো ঝামেলায় জড়াব। হোক অন্যায় সেটাতো আমার সাথে হচ্ছেনা। কিন্তু তিনি বুঝতে পারেন না যে, এই দিনটি ও আপনার সামনে আসবে। পরগাছা যখন গাছে জন্ম নেয় তখন গাছ মনে কওে ওটাতো ক্ষুদ্র গাছ।আামার কি ক্ষতি করবে। কিন্তু একটি সময় আসে তখন পরগাছাটার কারনে গাছটাও মারা যায়।
আবার সমাজে এক ধরনের ভয়ংকর ভাল মানুষ আছে তারা অন্যায়কারীদের উৎসাহ প্রদান করে। এতে করে অন্যায়কারী অন্যায় করার প্রবণতাটা বাড়িয়ে দেয়। এসব ভয়ংকর মুখোশধারী ভাল মানুষ গুলো হল সবচেয়ে মন্দ ব্যাক্তি।
তাই বলে কি পরিবর্তন আসবে না। অবশ্যই আসবে। সেক্ষেত্রে পরির্বতনের জন্য কাউকে না কাউকে উদ্যোগ নিতে হবে।

যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে.................

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন