সোমবার, ১১ জুন, ২০১৮

ছোট্ট দেশ ইজরাইল ও তাদের দেশপ্রেম:

ছোট্ট একটা দেশ। বয়স ও তার বেশী না। মাত্র ৭০ বছর। আয়তনের দিক থেকে এত ছোট যে, একজন মানুষ দেশটির পূ্র্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত মাত্র ২ ঘন্টায় পাড়ি দিতে পারে। আর মাত্র নয় দিনে সারা দেশ ঘুড়ে আসতে পারবে। দেশ ছোট্ট হতে পারে কিন্তু তাদের জ্ঞান ভান্ডার আর বিজ্ঞান চর্চা দ্বারা বিশ্বকে সমৃদ্ধ করেছে। তারা প্রমাণ করেছে সম্পদ মাটির ভিতর থাকে না, সম্পদ থাকে মস্তিস্কের ভিতরে।

চিন্তা করছেন আমি কোন দেশের কথা বলছি?

হ্যাঁ। ঠিক ধরেছেন। আমি ইজরায়েলের কথা বলছি।

আসুন জেনে নিয়, ইজরায়েল সম্পর্কে-


১) ইজরায়েলের জনগনের গড় আয়ু ৮২ বছর, যা বিশ্বে ৮ম।
২) ইজরাইলের নোবেল বিজয়ের হার আমেরিকা, ফ্রান্স, জার্মানী থেকেও বেশী।
৩) ইজরাইলের প্রায় ৯৩% ঘরে পানি গরম করার জন্য সৌর বিদ্যূত ব্যাবহার করে, যা বিশ্বে সবচেয়ে বেশী।
৪) বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ইজরাইলে গড়ে জাদুঘরের সংখ্যা বেশী।
৫) মোবাইল প্রথম ডেভেলপ হয় ইজরাইলে।
৬) ভয়েস মেইল প্রযুক্তি নিয়ে আসে ইজরাইল।
৭) প্রথম এন্টিভাইরাস সফটওয়ার আবিষ্কার করে ইজরায়েল।
৮) বিশ্বের সবচেয়ে বড় মরিচ উৎপাদিত হয় ইজরাইলে।
৯) বই প্রকাশনায় ইজরাইল বিশ্বে ২য়।
১০) ইজরাইলের গরু বিশ্বে সবচেয়ে বেশি দুধ দেয়।
১১) ইজরাইলের উদ্যোক্তা ডভ মোরাল USB Memory stick আবিষ্কার করেন।
১২) ১৯৭৩ সালে ইজরাইল চেরি টমেটোরর জাত উন্নয়ন করেন।
১৩) ইজরাইল প্রথম হেয়ার রিমুভার আবিষ্কার করেন।
১৪) ইজরাইলের বিমান বাহিনী বিশ্বে ৪র্থ।
১৫) ইজরাইলই একমাত্র দেশ, যার আমেরিকা, মেক্সিকো, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে।
১৬) ইজরাইল Joint Capital Fund এর জন্য বিশ্বে ২য়।
১৭) প্রতিবছর ইজরাইলে ঈশ্বরকে উদ্দেশ্য করে ১০০০ মত চিঠি আসে তাদের ডাকবিভাগে।
১৮) বিশ্বের ৫% ফুলের সরবরাহ নিশ্চিত করে ইজরাইল।
১৯) বিগত ভেলেন্টাইস ডে তে ইজরাইল ৬০ মিলিয়ন ফুল শুধু ইউরোপে রপ্তানি করে।
২০) একমাত্র ইজরাইলেই ক্যান্সার রুগীরা বেশি বেচেঁ থাকে।
২১) ওয়াটার সেভিং ড্রিপ সেচ প্রকল্প ইজরাইল আবিষ্কার করে।
২২) বিশ্বে ৮ম দেশ হিসেবে ইজরাইলের মহাকাশে স্যাটেলাইট আছে।
২৩) WhatsApp, Masanger ইজরাইলের অবদান।
২৪) প্রায় ৩০০০ মত টেকনোলোজি কোম্পানি আছে ইজরাইলে।
২৫) তাইতো ইজরাইল ৬০% মরুভূমির দেশ হয়েও নিজের নাম লিখিয়েছে খাদ্য রপ্তানিকারক দেশ হয়েছে।

এসবের পিছনে রয়েছে শুধু একটি শব্দ।
আর তা হল দেশপ্রেম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন