সোমবার, ১১ জুন, ২০১৮

রাজার নীতি হবে "বহুজন হিতায়, বহুজন সুখায়": চাণক্য কথন

 একজন রাজাকে সব সময় বুদ্ধিতে শাসক ও মন থেকে জনগনের হিতসী হতে হবে।
রাজা সেই ব্যাক্তি হয়, যাকে দেশের কল্যাণের জন্য, দেশে সামাজিক ভারসাম্য বজায় রাখার জন্য নির্বাচন করা হয়। প্রজারায় রাজা নির্বাচন করে। সেজন্য সত্যিকারের রাজা সেই হয়, যে তার প্রজাদের প্রতি দ্বায়িত্ব পালন করে।


 সেজন্য প্রজাদের জীবন ও সম্মান রাজার প্রাণের চেয়ে অধিক প্রিয় হয়ে থাকে। এক রাজার জন্য সব চেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিজের দেশকে মহান বানানো, সফলতা ও সমৃদ্ধির পথে নিয়ে যাওয়া।
একজন রাজাকে তার সেনা বা অর্থ সম্পদ বড় করতে পারে না। তাকে মহান করে তার বানানো মিত্র, তার ভাল কাজ, তার অর্জিত সৎ ভাবনা ও সত্যনিষ্ঠা।
একজন রাজা কখনো তার শত্রুদের ভয় পাইনা। বরং একজন শত্রুই রাজাকে ভয় পায়।
একজন কৌশলি রাজা সেই হয় যিনি এই ভয়কে তার লাভের জন্য প্রয়োগ করতে পারে।
একজন রাজা যা করে, যা চিন্তা করে তা জনগনের জন্য হিতকর হতে হবে। জনগনের বিশ্বাস অর্জন ও সমর্থন একজন সাধারণ রাজাকে অসাধারণ ও জনপ্রিয় বানিয়ে দেয়।
তাই যারা ক্ষমতায় বসবে তাকে "বহুজন হিতায়, বহুজন সুখায়" নীতিতে চলতে হবে। যদি না চলে তাহলে ক্ষমতায় দীর্ঘদিন থাকতে পারবেনা।
ক্ষমতায় চেয়ারের শক্তি জনগনের কল্যানের মাঝেই লুকিয়ে আছে।
তাই একজন রাজা জনগনের কল্যাণে রাষ্ট্রে অন্যায় ও অবিচার চলতে দেবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন