সোমবার, ১১ জুন, ২০১৮

শুধু নির্যাতিত মেয়ে গুলো হয় বেশ্যা।

অফিস থেকে ফিরছিলাম। রাস্তায় প্রচুর জ্যাম। সময় কাটানোর জন্য ফেইসবুকের ওয়াল স্ক্রল করতে থাকলাম। হঠাৎ একটা পোস্ট দেখে হৃদয় মোঁচড়ে উঠল।

লেখা ছিল- "দিনাজপুরের পূজা ধর্ষন মামলার আসামী সাইফুল জামিনে মুক্ত।
যদি কথাটা সত্য হয় তাহলে সেটা হবে জাতীয় লজ্জা।

এই সেই পূজা, যে ধর্ষণ কাকে বলে জানতোনা। অথচ সেই পাঁচ বছর বয়সী পূজাকে ধর্ষণ করে মানুষরূপী জানোয়ার সাইফুল। শুধু ধর্ষণ নয়, ধর্ষণের আগে ব্লেড দিয়ে কেটে পূজার যৌনাঙ্গ বড় করে সে পাপিষ্ঠ।

আজ সে পাপিষ্ঠ জামিনে মুক্ত। কাল হয়তোবা মামলা খারিজ হয়ে যাবে। পরদিন হয়তোবা অন্য কাউকে ধর্যণ করে সেঞ্চুরীর দিকে এগিয়ে যাবে।

ভাবতেও অবাক লাগে, যে দেশে ২৫ বছর ধরে নারী নেতৃত্ব চলছে সে দেশে আজ নারীরা নিরাপদে নেই।
রাতে চাকুরী থেকে বাসাই ফিরতে ভয় পায়।
শুধু কি তাই? আজ পহেলা বৈশাখ থেকে শুরু করে ৭ মার্চ যে কোনদিন নারী আজ নিরাপদে নেয়।
আজ তাকে লাঞ্ছিত হতে হয় জাতীয় দিবসগুলোতেও।
প্রতিবাদ?
সেটা কি আবার?
প্রতিবাদ করলে তাহলে তাকে পাগল বা বেশ্যা বানিয়ে ছাড়বে।
আবার কেউ কেউ বলবে, তার পোশাক ভাল ছিল না, তার চরিত্র ভাল না, ভীড়ের মধ্যে গেল কেন গা ঘেষতে। ব্লা ব্লা ব্লা......

তাইতো আজ ধর্ষকরা বুক ফুলিয়ে হাঁটে, কেউ হয় নেতা, কেউ বড় ভাই। শুধু নির্যাতিত মেয়ে গুলো হয় বেশ্যা।

ধিক ধিক ধিক....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন