সোমবার, ১১ জুন, ২০১৮

চানক্যকে জানুন:


  একদিন এক চৈনিক ভ্রমনকারী চানক্যের সাথে দেখা করতে আসলেন। তখন ছিল সন্ধ্যা আর ভ্রমনকারী দেখলেন চানক্য একটি তেলের বাতি জ্বালিয়ে কিছু লিখতেছিল। তভন তিনি চানক্যের কক্ষে প্রবেশ করলেন। চানক্য তাকে হাসিমুখে স্বাগতম জানালেন।



তার গৃহে ভ্রমনকারী প্রবেশ করার পর তিনি তার জ্বালানো মাটির প্রদীপটি নিভিয়ে দিলেন এবং আর একটি মাটির প্রদীপ জ্বালালেন। তখন সেই চীনের ভ্রমনকারী মনে করলেন যে, এটা নিশ্চয় ভারতীয় কালচার। অর্থাৎ অতিথি গৃহে প্রবেশ করলে আগের প্রদীপ নিভিয়ে নতুন প্রদীপ জ্বালাতে হয়।


পরে তিনি চানক্যকে জিজ্ঞাস করলেন কেন তিনি আগের প্রদীপ নিভিয়ে দিয়ে নতুন প্রদীপ জ্বালালেন। এটা কি ভারতীয় সংস্কৃতি কিনা?

তখন চানক্য বললেন, না! এটা ভারতীয় সংস্কৃতি নয়। আপনি যখন আমার কক্ষে প্রবেশ করছিলেন তখন আমি আমার অফিসিয়াল কাজ করছিলাম, আমার রাজ্যের নিরাপত্তার বিষয় নিয়ে। তখন যে প্রদীপটি জ্বলতেছিল তা রাজ্যের কোষাগারের টাকা দিয়ে কেনা। এখন যে আমি আপনার সাথে কধা বলছি সেটা আমাদের বন্ধুত্বসুলভ বা আমাদের ব্যক্তিগত আলোচনা। এটা কিন্তু রাজকাজের কোন অংশ নয়।

তাই আমি রাজকোষের মুদ্রায় কেনা তেলের প্রদীপ নিভিয়ে দিয়েছি। আর যে প্রদীপ আমি জ্বালালাম সেটা আমার ব্যক্তিগত মুদ্রায় ক্রয় করা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন