একদা এক দেশে এক রাজা বাস করত্। একদিন তিনি তার দেশ থেকে দূরে একটি জায়গায় বেড়াতে গিয়েছিলেন। কিছুদিন পর যখন তিনি ফিরে আসলেন, তিনি একটি নালিশ জানালেন যে, উনার পায়ে তিনি তীব্র ব্যাথা অনুভব করতে লাগলেন। এর কারন হল তিনি আগে কখনো দূরে কোথাও বেড়াতে যাননি এবং তার রাজ্যের রাস্থাগুলো ছিল ভাঙ্গা ও পাথরে পরিপূর্ণ। তাই তিনি সমগ্র রাজ্য চামড়া দিয়ে মুড়িয়ে দেওয়ার জন্য নির্দেশ দিলেন। আর এটি করতে গেলে প্রচুর চামড়া অর্থের প্রয়োজন হবে।
পরদিন রাজার একজন পুরাতন চাকর সাহস করে রাজাকে বলল, রাজা মশাই আমরা কেন শুধু শুধু এত গুলো অপ্রয়োজনে খরচ করব। আপনি কেন ছোট্ট দুই টুকরা চামড়া কেটে পায়ে লাগিয়ে নিচ্ছেন না।
তার কথা শুনে রাজা অবাক হল এবং নিজের জন্য এক জোড়া জুতা বানিয়ে নিল।
নৈতিক শিক্ষা:... যদি এই পৃথিবীটাকে সুন্দর করে তৈরী করতে চাও তাহলে নিজেকে ও নিজের মনকে পরিবর্তন কর, পৃথিবীকে নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন