সোমবার, ১৫ আগস্ট, ২০১১

ডিকশনারী লাগবে ডিকশনারী, বাংলা ডিকশনারী

কম্পিউটারে কাজ করার সময় প্রায়ই আমাদের অজানা অনেক ইংরেজী শব্দের মুখোমুখি হতে হয়। সেসব ক্ষেত্রে ডিকশনারী খুলে অর্থ বের করা যেমন কষ্টকর তেমনি সময় সাপেক্ষ ব্যাপার। এবং এতে কাজের গতিও কমে যায় অনেকাংশে।


“Silicon Dictionary” উন্নতমানের ইউজার ফ্রেন্ডলী ইন্টারফেস এবং শক্তিশালী সার্চ ইঞ্জিন সমৃদ্ধ ইংলিশ-টু-বেঙ্গলি ডিকশনারী। বাজারে অনেক ধরনের ডিকশনারী পাওয়া যায়। তবে তাদের সাথে সিলিকন ডিকশনারী -র পার্থক্য হল, এটি সম্পূর্ণ ফ্রি, ডাইনামিক সার্চ ইঞ্জিন এবং বাজারের যেকোন ডিকশনারী অপেক্ষা এর সার্চ ইঞ্জিনটি অধিক দ্রুতগতি সম্পন্ন। তাছাড়া, এর বাংলা অর্থগুলি image আকারে দেয়ায় আপনি পাবেন সত্যিকারের ডিকশনারীর স্বাদ। আর প্রতিটি ইংরেজী শব্দের উচ্চারনতো আছেই।

আশা করি পরিস্কার ধারনা পেয়েছেন। তারপরেও বলছি এই ডিকশনারির সব চেয়ে ভাল দিক হলো শব্দ সার্চ করার উচ্চ গতি। শশী বা অন্যান্য ডিকশনারি থেকে সিলিকনের গতি বেশি। এছাড়াও শব্দগুলোর মিনিং বেশ বিস্তারিত। শুদ্ধভাবে উচ্চারন জানারও সুযোগ আছে। speak বাটনে ক্লিক করলেই শুনতে পারবেন ইংরেজি শব্দের উচ্চারণ।
    
                                     এখান থেকে ডাউনলোড করুন

ইন্সটল করার সময় একটা error শো করতে পারে। তখন শুধু ignore এ ক্লিক করলেই হবে। 



আমা করি ভালো লাগবে.................................

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন