সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮

মোদের দেশের প্রিয় রাজা

মোদের দেশের প্রিয় রাজা
করে অনেক কাজ,
শুধু সংখ্যালঘুর কথা বললে
তার মাথায় পরে বাজ।

নির্যাতিতরা করেনা মামলা
রাখে রাজার সম্মান,
কিছুদিন পর, দেশছাড়া হয়ে
পায় তার প্রতিদান।

জঙ্গীরা তার ভীষণ পাজি
রাজা মশাই জানেন,
সিংহাসনের ভয়ে সদা
তাল মিলিয়ে চলেন।

নিয়ম নীতি তার অন্য রকম,
কেউ তার পর, আর কেউ আপন,
তোষামোদীর জয় জয়াকার
প্রতিবাদীর তিনি যম।

এক চোখেতে অনেক জ্যোতি
আরেক চোখ তার কানা,
আমরা তেমন পায়না কিছু
অন্যেরা পাই সোনা।

নিজেকে তুমি চালাক ভাবো
আমরা নয়তো বোকা,
আর কতদিন ওহে রাজা
মোদের দেবে ধোকা।

০৭/১১/২০১৮ইং

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন